Rohman Shawl : বিচ্ছেদের পরেও বন্ধু রোমান-সুস্মিতা
২০১৮ সালের জুলাই মাস। সুস্মিতা সেনের থেকে ১৫ বছরের ছোট রোমান শলের সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউড অভিনেত্রী। হটাতই তাদের বিচ্ছেদ হয়ে গেল। সুস্মিতার সোশ্যাল মিডিয়া পোস্টই এমনটাই জানিয়েছেন। তবে সম্পর্ক ভেঙে গেলেও দুজনের বন্ধুত্বে এক্টুও চিড় ধরেনি। বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সুস্মিতা লিখেছিলেন,আমরা শুরু করেছিলাম বন্ধু হিসেবে। আমরা বন্ধুই থাকব। সম্পর্ক অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু ভালবাসা রয়ে গিয়েছে। এবার রোমানও জানিয়ে দিলেন তাদের সম্পর্কে ছেদ পড়লেও বন্ধুত্বে কোনও চিড় ধরেনি। রোমানের সেই পোস্টে তাঁর উদ্দেশে এক ব্যক্তি লিখেছেন, তুমি ওর (সুস্মিতা) ভাইয়ের কাছে ঋণী। এটা কখনও ভুলে যেও না। সেই বার্তা চোখ রোমানের চোখ এড়ায়নি। জবাবও দিয়েছেন আমি এটা কখনওই ভুলব না। সুস্মিতা এখনও আমার পরিবার। রোমান ও সুস্মিতার বিচ্ছেদের কারণ এখনও অজানা। তবে বিচ্ছেদ হলেও তারা যে ভাল বন্ধু এখনও রয়েছেন সেটা দুজনেই প্রমাণ করে দিলেন।